ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
—————————–
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
১ জানুয়ারি’২৬ বিকেলে ঈশ্বরদী মুনলীট কিন্ডারগার্টেন স্কুলে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি পরীক্ষা সংক্রান্ত সামগ্রিক বিষয় পর্যালোচনা করে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এসোসিয়েশনের উপদেষ্টা ডাঃ জাহিদুর রহমান।
এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদের সঞ্চালনায় বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক আদম আলী, রোজ বার্ড কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এনামুল হক, আজিজ মেমোরিয়াল স্কুলের পরিচালক জামিলা জাহান, ট্যালেন্ট চাইল্ড স্কুলের পরিচালক মোঃ রহমতুল্লাহ, মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক ও সাপ্তাহিক সময়ের ইতিহাস’র সম্পাদক শেখ মহসিন, এম এ শিশু বিকাশ’র পরিচালক আশিক মন্ডল, মুনলীট কিন্ডারগার্টেন স্কুলের সিনিয়র শিক্ষক আফসার আলী, বর্ণমালা কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ শাহীন।
পরে আনুষ্ঠানিক ভাবে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এবারে পাশের হার শতকরা ১০০ ভাগ। ৩২ টি স্কুলের ৬১২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ৬২জন ট্যালেন্টপুলে এবং ১৫২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশনের নিয়মানুযায়ী ফলাফল নির্ধারণ করে প্রকাশ করা হয়েছে।