ঈশ্বরদী থেকে নিরুদ্দেশ হওয়া শিক্ষিকা ও দুই ছাত্রী উদ্ধার
—–
স্টাফ রিপোর্টার।।
তথ্য প্রযুক্তির সহায়তায় ঈশ্বরদী থানা পুলিশ নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিরুদ্দেশ হওয়া শিক্ষিকা ও দুই ছাত্রীকে ২৪ ফেব্রুয়ারী’২৪ বিকেলে ঈশ্বরদীর রুপপুর থেকে উদ্ধার করেছে। এরা হলো শিক্ষিকা সুমনা আক্তার জেবা ওরফে ফাতেমা (১৮)। সে ঈশ্বরদী পূর্ব টেংরী ঈদগাহ রোডের সুমন প্রামাণিকের মেয়ে এবং অরণকোলার মিঞা পাড়ার খাতুনে জান্নাত বালিকা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষিকা।
ছাত্রী সানজিদা আক্তার (১৭)। সে সাঁড়া গোপালপুর ফরাজি পাড়ার শাজাহানের মেয়ে। অপর ছাত্রী সিনথিয়া সারলিন মিথিলা (১০)। সে ঈশ্বরদীর বাগবাড়িয়া চকনাড়িচা গ্রামের মিজানুর রহমান মনির মেয়ে। গত ১৬ ফেব্রুয়ারী’২৪ উল্লেখিত দুই ছাত্রীসহ শিক্ষিকা নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাবার কথা বলে বের হওয়ার পর তারা নিরুদ্দেশ হয়। পরবর্তীতে শিক্ষিকা ফাতেমার বাবা সুমন প্রামাণিক ঈশ্বরদী থানায় একটি জিডি করলে দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসার এসআই জুলহাজ তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের উদ্ধার করে।
এসআই জুলহাজ জানান, কি উদ্দেশ্যে তারা নিরুদ্দেশ হয়েছিলো তা সঠিক জানা যায়নি তবে প্রথমে তারা ঢাকায় যায় পরে পুলিশের খোঁজাখুঁজির বিষয়টি টের পেয়ে রাজশাহী হয়ে রুপপুর এলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের উদ্ধার করা হয় এবং নিজ নিজ অভিভাবকের নিকট বুঝিয়ে দেয়া হয়।