স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান ঈশ্বরদী বাসীকে লকডাউনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সহযোগিতা কামনা করেছেন এবং সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে ঘরে থাকার জন্য আহবান জানিয়েছেন। তিনি এক বিশেষ বার্তায় বলেছেন,
প্রিয় ঈশ্বরদী বাসী, সালাম নিবেন। অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি যে, দেশবাসীকে করোনার বিষাক্ত ছোবল থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকারের আদেশ মূলে চলমান লকডাউনে আপনারা সকলে ঘরে থাকুন। আজ রবিবার, আপনারা মুভমেন্ট পাশ ব্যতীত এবং কতকগুলো সরকার ঘোষিত পেশাজীবী ব্যক্তি ব্যতীত অন্যকোন ব্যক্তিকে রাস্তায় পাওয়া গেলে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। কারন, আপনাদের এই অযথা ঘুরাঘুরির কারনে এ দেশে লক ডাউনের প্রকৃত সুফল পেতে বাধাগ্রস্ত হচ্ছে। আপনাদের এই আচরনের কারনে লক ডাউনের মেয়াদ যদি বাড়াতে হয় তবে দেশের খেটে খাওয়া গরীব জনগনের কষ্ট অনেক বেড়ে যাবে। তাদের কথা চিন্তা করে এবং আমার ও আপনার পরিবার সর্বোপরি দেশবাসীকে রক্ষায় আমাদের কঠোর হতেই হবে। তাই দেশের স্বার্থ না ভেবে ও দেশবাসীকে ক্ষতিগ্রস্থ করতে আপনারা যারা রাস্তায় আইন না মেনে ঘুরাফেরা করবেন তাদের বিরুদ্ধে ঈশ্বরদী পুলিশ বা পাবনা জেলা পুলিশ যে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে তার জন্য প্রস্তুত থাকবেন।
তিনি আশাবাদ ব্যাক্ত করে আরও বলেন যে, নিশ্চই ঈশ্বরদীবাসী রাষ্ট্রের স্বার্থে পুলিশের যেকোন কঠোর পদক্ষেপে জেলা পুলিশকে সমর্থন জানাবেন। সকলে সুস্থ্য থাকুন ঘরে থাকুন। বাংলাদেশ পুলিশ আপনাদের সেবায় নিয়োজিত।
তিনি আরও বলেন যে, সাময়িক কষ্ট হলেও লকডাউন ও পুলিশের কঠোর ভুমিকার সুফল ঈশ্বরদীর মানুষই ভোগ করবেন।