বিমান বন্দর চালু করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো
ঈশ্বরদীতে গণ সংবর্ধনায় বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
——————–
এম এন সরদার ও মুনমুন আক্তার।। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী বলেছেন, ঈশ্বরদী বিমান বন্দর চালু করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো। গত ১৫ অক্টোবর’২১ সন্ধ্যায় ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাসটার্মিনালে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ’কথা বলেন।
তিনি বলেন, ঈশ্বরদী একটি জনগুরুত্বপূর্ণ উপজেলা। এখানে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প ও ইপিজেড সহ বিভিন্ন শিল্প কারখানায় হাজার হাজার বিদেশি নাগরিক কর্মরত এবং বসবাস করেন। তাছাড়া অনেক বিদেশি নাগরিক ভ্রমনের জন্যও এসে থাকেন। তাই ঈশ্বরদী বিমান বন্দরের গুরুত্ব অপরিসীম। বর্তমানে এই বিমান বন্দরটি চালু করা জরুরী হয়ে পড়েছে। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, নাদিরা ইসলাম জলি এমপি, সাবেক সংসদ সদস্য মুঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলী মালিথা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু। ঐ দিনই বিকেলে ঈশ্বরদী বিমান বন্দর চালুর দাবীতে রেলওয়ে গেটে ঈশ্বরদী বাসীর পক্ষ থেকে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।