ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন, এমদাদুল হক রানা সরদার চেয়ারম্যান, আব্দুস ছালাম খান ভাইস চেয়ারম্যান ও আতিয়া ফেরদৌস কাকলী মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত
স্টাফ রিপোর্টার।। আজ ২৯ মে’২৪ অনুষ্ঠিত ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ এমদাদুল হক রানা সরদার (আনারস) ৩৯১৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ মিন্টু (মটর সাইকেল)পেয়েছেন ৩৭২৩০ ভোট। মোট ১৯৪০ ভোটের ব্যাবধানে আনারস প্রতীকের প্রার্থীর কাছে মটর সাইকেল প্রতীকের প্রার্থী পরাজয় বরণ করেছে। অপর প্রার্থী ঘোড়া প্রতীকের জাহাঙ্গীর আলম সিদ্দিকী পেয়েছেন ১২৭৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের আব্দুস ছালাম খান ৩০৯০৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্প প্রতীকের মোঃ মেহেদী হাসান পেয়েছেন ১২৮৫৯ ভোট। উড়োজাহাজ প্রতীকের আব্দুর রহমান মিলন পেয়েছেন ১০৮৮২ ভোট। চশমা প্রতীকের সাইফুল আলম পেয়েছেন ৭৮৯৭ ভোট। টিউব ওয়েল প্রতীকের আরিফুল ইসলাম পেয়েছেন ৭৩৯৭ ভোট। টিয়া পাখি প্রতীকের আব্দুল বারী পেয়েছেন ৪৮৮৬ ভোট। তালা প্রতীকের শফিউল আলম বিশ্বাস পেয়েছেন ২৭৮০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের আতিয়া ফেরদৌস কাকলী ২৬৫২২ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীকের মাহজেবীন শিরীন পিয়া পেয়েছেন ২১৪৮৯ ভোট। সেলাই মেশিন প্রতীকের সোহানা পারভীন পেয়েছেন ১৫৬০৬ ভোট। হাস প্রতীকের মোছাঃ পারভীন পেয়েছেন ১৩৯১০ ভোট।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল ৪ টায় শেষ হয়। এই প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ৮৪ টি ভোট কেন্দ্রের ৬০২ টি বুথ এ ভোট গ্রহণ করা হয়। ঈশ্বরদী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ ৭৭ ৩৭১ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ৭৭৬৭৭। বাতিলকৃত ভোটের সংখ্যা ২৩৬। সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৭৯১৩। প্রদত্ত ভোটের শতকরা হার ২৮.০৯%।
প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩ টি কেন্দ্রের বাইরে সমর্থকদের মধ্যে কিঞ্চিৎ অপ্রীতিকর ঘটনা ঘটলেও সকল কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যাবস্হা গ্রহণ করা হয়েছিল।