এস এম দিগন্ত।।
গত ০৪/০৫/২০২১ তারিখে এসএম স্কুল মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় ইয়ুথ ক্লাব এর উদ্যোগে। এ খেলায় অংশগ্রহণ করে ইয়ুথ ক্লাব জুনিয়র এবং ইয়ুথ ক্লাব সিনিয়র দল।খেলাটিতে ইয়ুথ ক্লাব জুনিয়র দল এর কাছে ৫-২ গোলে পরাজিত হয় ইয়ুথ ক্লাব সিনিয়র দল।ইয়ুথ ক্লাব জুনিয়র দলের হয়ে গোল করেন দিগন্ত ২ টি, তুষার ১টি, অভি ১ টি এবং পিয়াল ১টি।আর ইয়ুথ ক্লাব সিনিয়র এর হয়ে গোল করেন আসিফ ১টি ও গবিন্দ ১ টি।খেলাটিতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ইয়ুথ ক্লাব এর সিনিয়র অবসর খেলোয়াড় তৌকির আক্তার তুহিন।খেলা শেষ এ ইয়ুথ ক্লাব সিনহার দলের শিশিরের উদ্যোগে বড় পরিসরে খাওয়ার আয়োজন করা হয়।