ঈশ্বরদী আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন পাকশী শাখার অনুমোদন ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
———-
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখা কর্তৃক নব গঠিত পাকশী ইউনিয়ন কমিটির অনুমদন ও পরিচয়পত্র আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়েছে।
গতকাল ঈশ্বরদী কলেজরোডস্থ নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি ও গুরু আশ্রমের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজসেবক সংগঠক ও শিল্পী সুফি সাধক গুরুজী এস এম রাজা।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন পাবনা জেলা কমিটির সভাপতি মোঃ ওবায়দুল্লাহ।
সংগঠনের ঈশ্বরদী শাখার সভাপতি মোছাঃ নাদিরা শেখ হেনা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রিপন’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র উপদেষ্টা মোঃ হাসানুজ্জামান মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কন, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ পারভেজ শ্যামল, আইন বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সুইটি, কো-অর্ডিনেটর মোঃ ইয়ারুল ইসলাম, পাকশী শাখার উপদেষ্টা ইউসুফ আলী সাহ, পাকশী ইউনিয়ন কমিটির সভাপতি হাসিবুর রহমান, পাকশী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান ও মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রিমা খাতুন, উপজেলা কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ সায়েদ হোসেন, মোঃ রনি রায়হান, বিনয় কুমার চক্রবর্তী, সজীব হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ বাবুল হোসেন, মোঃ আজম প্রমুখ।
এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সুধিজন উপস্থিত ছিলেন।