ঈশ্বরদীর দাদপুর দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন উদ্বোধন।।
স্টাফ রিপোর্টার : সাঈদ হাসান (লিমন) ॥
ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দাদপুর দারুল কুরআন হাজেজিয়া মাদ্রসা ও এতিমখানা’র নতুন ভবন শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পড় এতিমখানা’র নতুন ভবন উদ্বোধন করা হয়।
শুরু থেকে ছাত্রদের থাকার ব্যবস্থা মসজিদের দ্বিতীয় তলায় করলেও সময়ের ব্যবধানে ছাত্রদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় একটি ভবন নির্মাণের চিন্তাধারা করেন স্থানীয়রা।
পরে দাদপুর গ্রামের বাসিন্দা মোঃ কুরবান আলী এতিমখানা’র নামে ১৭শতক
মোঃ মকবুল হোসেন ৭ শতক ও মোঃ আখের উদ্দিন ১০ শতক
জমি দান করেন।
তবে জমি পেয়েও নতুন ভবন নির্মাণ করার মত কোন উপায়ান্তর ছিল না মসজিদ কমিটির। পরে দাদপুর গ্রামের সহ আশেপাশের গ্রামের জনগণ এ কাজে সকলের হাত বাড়িয়ে দিয়ে অর্থ যোগার করে, এ নতুন ভবন তৈরী করতে সম্পূর্ণ হয়।
গতকাল জুম্মার নামাজ আদায়ের পড় মসজিদের শুভ উদ্বোধন করা হয়। জুমার নামাজে অংশগ্রহন করেন ঈশ্বরদী আম বাগান মাদ্রাসা’র মহাতারিম মুফতি আব্দুল্লাহ্ আল-আলামিন, যুববলীগের নেতা শরীফ আহম্মেদ রুমন,
অত্র মসজিদ এতিমখানার ইমাম মোঃ সাজেদুল ইসলাম,
অত্র মসজিদ এতিমখানার সাবেক সভাপতি মোঃ শামীম হোসেন এবং সাবেক ওয়ার্ড মেম্বর মোঃ রফিকুল ইসলাম (বকুল) ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লীয়ান।
এ ব্যপারে মসজিদ কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন মাষ্টার বলেন, মসজিদ মাদ্রাসা-সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিতে পারলে আমাদেরই ভাল লাগে। মহান আল্লাহ তায়ালা ও রাসূল (সাঃ) কে রাজি খুশি করতেই এই এলাকার এতিমখানা নির্মাণ করেছেন এলাকাবাসী।
প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে এতিমখানা’র ভবনটি নির্মাণ করা হয়েছে। যেখানে একসাথে প্রায় ২০০ ছাত্র’রা কোরআন পরতে পারবেন।