ঈশ্বরদীর চাঁদপুর গ্রামে ছাত্রলীগ নেতার হামলায় আহত-৫ বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
———–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দাশুড়িয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ ফাহিম গংদের হামলায় ৫জন আহত হয়েছে। অন্যদিকে
বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে মালামাল। ঘটনাটি ঘটানো হয়েছে গত ১৭ মে’২৩ রাত্রি আনুমানিক ১১ টায়।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে দাশুড়িয়া রেল স্টেশনে বেপরোয়া গতিতে এলোমেলো ভাবে মোটরসাইকেল চালাচ্ছিলো ফাহিম গং। এসময় সড়ক পারাপারের এক পর্যায়ে সজিব (২২) নামক এক যুবককে মোটরসাইকেলে ধাক্কা দিলে সজিবের সাথে ফাহিমের কথা কাটাকাটি হয়। সজিব ঐ এলাকার মাদ্রাসা শিক্ষক তরিকুল ইসলামের ছেলে। কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগ নেতা ফাহিম ১০/১২ জনের একটি গ্রুপ নিয়ে চাঁদপুর গোরস্থান পাড়ার তরিকুল ইসলাম, আবু তালেব, ফরিদ ও সুরুজ মোল্লার বাড়িতে হামলা চালায়। তাদের হামলায় ৩ নারী সহ ৫ জন আহত হয়।
অন্যদিকে দুটি মোটরসাইকেল, সিসিটিভি ক্যামেরা, বাড়িঘর ভাংচুর করা হয়। লুট করা হয় নগদ টাকা ও স্বর্ণ।
সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা স্থান ত্যাগ করে। এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানিয়েছেন।