গোকুল নগরে ভোগদখলীয় বৈধ সম্পত্তি জালিয়াত চক্রের জোরপূর্বক দখল চেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
———–
এস এম রাজা।। ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুল নগরের স্থায়ী বাসিন্দা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী এটোর্নী জেনারেল এডভোকেট জামিল আক্তার এলাহী অভিযোগ করেছেন যে, তার এলাকার সুবেল, আক্তার, আকাশ, ফজলুল হক ও সাজেনা বেগম গং অনৈতিকভাবে তার মায়ের নামের ৩৫ বছরের ভোগসত্ত্ব দখলিয় সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে।
তারা সশস্ত্র অবস্থায় গতকাল ২৩ জুন’২৩ দলবেঁধে আমার জমির ওপর উপস্থিত হয়ে দখল নেয়ার চেষ্টা করলে আমি সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হই। এসময় তারা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ধারালো অস্ত্র দিয়ে মারমুখী আচরণ করে। আমি নিজেকে সংযত করে আত্মরক্ষা করি এবং থানা পুলিশের আশ্রয় নিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের সরিয়ে দেয়। তারা স্থান ত্যাগ করলেও নানা ভাবে হুমকি ধামকি প্রদান করছে এবং একটি ভূমিদস্যু ও জালিয়াত চক্রের সহযোগীতায় আমার দৈহিক ক্ষতি ও জমি দখলের পায়তারা অব্যাহত রেখেছে।
আজ ২৪ জুন’২৩ সকালে তার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিতভাবে উপরোক্ত অভিযোগ করেন। এসময় সাঁড়া ইউপি সদস্য শহিদুল ইসলাম, ঘটনার সময় উপস্থিত ওই এলাকার জুয়েল প্রামাণিক সোহেল সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এডভোকেট জামিল আক্তার এলাহী সংবাদ সম্মেলনে তার মায়ের নামের নিজস্ব সম্পত্তি , কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে জালিয়াতি চক্রের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।