ঈশ্বরদীতে ৫ ডাকাত গ্রেফতার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
পাবনার ঈশ্বরদীতে কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনার ১৩ দিন পর ৫ আন্তঃজেলা ডাকাতদলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া মালামালের কিছু অংশ।
বুধবার (৬ মার্চ) দুপুরে ঈশ্বরদী থানা মিলনায়তকক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত আটককৃত ডাকাত সদস্যরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদীর মোকারামপুর গ্রামের মনিরুল ইসলাম শিপনের ছেলে মোঃ শিশির প্রামানিক (২২), পাবনা সদর থানার বড়দীঘশাইল ( রয়েজ মোড় সংলগ্ন) সেলিম প্রামানিকের ছেলে মো. মাহাবুল আলী (৩৬), একই জেলার ভাঙ্গুরা চৌবাড়িয়া হারুপাড়ার আফসার আলীর ছেলে মো. হাসিনুর রহমান হাসু (২৪), আতাইকুলার বামনডাঙ্গা মৃত আফজাল হোসেনের ছেলে মো. মোমিন (৩৩), আতাইকুলার সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খোকন জমাদ্দারের ছেলে মোঃ সবুজ জমাদ্দার (২২)।
প্রেস ব্রিফিং ও মামলা সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে ৫-৬ জনের একটি ডাকাতদল ঈশ্বরদীর মোকারামপুর দক্ষিণপাড়ার ইদ্দিস আলীর ছেলে কৃষক বাবুল হোসেনের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও কুপিয়ে জখম করে। পরে তাদের নিকট থেকে স্বর্ন ও রুপার গহনা,মোবাইল ফোন ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতির ঘটনাটি ঈশ্বরদীতে বেশ আলোচনার সৃষ্টি করে।
সুত্র মতে, মামলার তদন্তকারী কর্মকর্তা আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. হাসান বাসির পাবনা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতীপ্রাপ্ত) মো. আকবর আলী মুন্সির সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্বাবধানে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোম্বামীর নেতৃত্বে ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আন্তঃজেলার ডাকাত সদস্যদের গ্রেফতার করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। তাদের প্রত্যেকের বিরুদ্ধে পাবনা জেলার বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের পাবনা আদালতে পাঠানো হয়েছে।