পাবনা ঈশ্বরদীর মুলাডুলী বাজারস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ মো. নূর ইসলাম (৩৫) নামক এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার (১ এপ্রিল) দুপুরে র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটক নুর ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ির নেজারকুটি গোরকমন্ডপ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান, গত রোববার সন্ধ্যার পর মাদক কারবারি নুর ইসলাম মোটর সাইকেল যোগে নাটোরের বনপাড়া থেকে বিক্রয়ের জন্য গাঁজা নিয়ে ঈশ্বরদীতে আসতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই সময় তার নিকট থেকে দুই কেজি গঁাজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড, নগদ ৮শ টাকা ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। পরে তাকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আটক মাদক কারবারি নুর ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পাবনা আদালতে পাঠানো হয়েছে।