সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা জামাত আলী নিহত
—————
স্টাফ রিপোর্টার।। আজ ৬ মে’২৩ দুপুরে দাশুড়িয়া-পাকশী বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জামাত আলী (৭১) নিহত হয়েছেন।
তিনি ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১ টার দিকে চরমিরকামারী স্কুলে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে চাঁদআলীর মোড় নামক স্থানে মোটরসাইকেল যোগে বিশ্ব রোডে ওঠার সঙ্গে সঙ্গে পাকশী থেকে দাশুড়িয়া গামী একটি বালু ভর্তি ট্রাক স্বজোরে ধাক্কা দিলে বীর মুক্তিযোদ্ধা জামাত আলী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁর অবস্থা আশংকা জনক হওয়ায় ঈশ্বরদী থেকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী যাবার পথে তিনি মৃত্যু বরণ করেন।
নিহত বীর মুক্তিযোদ্ধা জামাত আলী অবসরপ্রাপ্ত জনপ্রিয় স্কুল শিক্ষক। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে সাপ্তাহিক জংসনের উপদেষ্টা সম্পাদক ও আলোবাগ ক্রীড়া সংস্কৃতি ও চিত্তবিনোদন সংস্থার সভাপতি আব্দুস সাত্তার ও সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, কুষ্টিয়া লালন একাডেমি ও রাজাপুর বই মেলার আজীবন দাতা সদস্য, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।