—–এম এন সরদার ।। আজ সকালে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেজান নগরের খামার শ্রমিক বাবু (৪৮) বিষাক্ত সাপের কামড়ে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে । সে উল্লেখিত এলাকার মৃত গফুর প্রামাণিকের ছেলে। জানা গেছে, গতকাল রাতে মুরগির খামারে কাজ করার সময় বাবুর হাতে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে এখানে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।