ঈশ্বরদীতে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু
—–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ৩১ মে’২৪ সকালে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের পূর্ব দিঘায় হাফিজুর রহমান (৪৫) নামে এক কৃষক বিষধর সাপের কামড়ে মৃত্যু বরণ করেছে। সে ওই এলাকার আফসার হোসেন খানের ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে কৃষক হাফিজুর লক্ষ্মিকুন্ডা ইউনিয়নের দাদাপুরের পদ্মার চরে কলাবাগানে কাজ করার সময় বিষধর সাপ তাকে দংশন করে। এরপর তাকে চিকিৎসার জন্য পরিবারের লোকজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু এখানে সাপে কাটা রুগির কোন চিকিৎসা না থাকায় তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে প্রতিষেধক ভ্যাক্সিন দেয়া হয়।
এরপর কিছুটা স্বস্তিবোধ করলে তাকে বাড়িতে নিয়ে আসে। পরে আবার চাটমোহরে নিয়ে গিয়ে তাকে এক ওঝার কাছে চিকিৎসা করানোর পর রাতেই বাড়িতে নিয়ে আসে। আজ শুক্রবার সকালে তার অবস্থা দ্রুত অবনতি হয়ে অজ্ঞান হয়ে পড়ে। তখন পরিবারের লোকজন পুনরায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে।