এসএম দীপ্ত, মুনমুন আক্তার ও ইয়াসিন আরাফাত।। আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সনদ ও পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবনা জেলার ২য় এবং ঈশ্বরদী প্রথম সংবাদপত্র সাপ্তাহিক জংসন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নবীন সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ইমরুল কায়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার আব্দুল লতিফ, পুলিশ পরিদর্শক ফারুক হোসেন তালাশ, সাপ্তাহিক জংসনের আইন উপদেষ্টা ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী সম্পাদক এসএম রাজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাপ্তাহিক জংসনের স্টাফ রিপোর্টার কণ্ঠশিল্পী ইলমাতুল ইসলাম রুপা। প্রধান অতিথির বক্তৃতায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ইমরুল কায়েস বলেন, সাংবাদিকতায় দক্ষতা অর্জনের জন্যে বুনিয়াদি প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি বলেন সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ আর এই দর্পণের শ্রোষ্ঠা হলো সাংবাদিক সুতরাং সুদক্ষ সাংবাদিকই পারে কেবল দর্পণের পরিপূর্ণ রূপ দান করতে। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং সাপ্তাহিক জংসনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, ১৫ জন সাংবাদিকের ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয় গত ২৮জানুয়ারি ‘২০। এই প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। প্রায় আট মাস মাঠ পর্যায়ের প্রশিক্ষণ শেষে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পরিচয় পত্র প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সনদ ও পরিচয় পত্র প্রাপ্তরা হচ্ছে এসএম দীপ্ত, ইয়াসিন আরাফাত, এসএম দিগন্ত, শামিম উদ্দিন,ইলমাতুল ইসলাম রুপা, মুনমুন আক্তার, সাঈদ হাসান লেমন, মজিবুল হক, সাইফ মুনতাসির, সুবল কুমার পাল (ফটো)। অবশিষ্ট ৫ জন অনুপস্থিত থাকায় তাদের সনদ ও পরিচয়পত্র পরে দেয়া হবে।