ঈশ্বরদীতে সংঘবদ্ধ চোরদলের ৩ সদস্য গ্রেফতার, চুরিকৃত ৪ মোটরসাইকেল উদ্ধার
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এদের দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার করেছে চুরিকৃত ৪ টি মটর সাইকেল। গ্রেফতার কৃতদের মধ্যে রয়েছে স্থানীয় চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের মূল হোতা প্রান্ত (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা সদর থানার দড়ি কামালপুর এলাকার বাসিন্দা ও নেসকোর কর্মচারী মো. মোশাররফ হোসেন (৪১) গত ৩ মার্চ সন্ধ্যায় তাঁর ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি ঈশ্বরদী নেসকো অফিসের গেটের সামনে তালাবদ্ধ অবস্থায় রেখে কাজের জন্য বাইরে যান। কাজ শেষে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ফিরে এসে তিনি দেখেন, তাঁর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৪১, তারিখ-২৪/০৩/২০২৫।
পাবনার পুলিশ সুপারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস দল তদন্ত শুরু করেন। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী থানাধীন আলহাজ মোড় থেকে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা প্রান্তকে (২৪) গ্রেপ্তার করতে সক্ষম হন থানা পুলিশের অভিযানিক দল।
গ্রেফতারকৃত চোরদলের মূল হোতা প্রান্তকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাবনা সদর থানার জহিরপুর গ্রামে অভিযান চালিয়ে আসামি জুয়েল (২৫)-এর বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়—একটি ইয়ামাহা এফজেড ও একটি লিফান ১০০ সিসি।
এরপর, চক্রের আরেক সদস্য ওয়াজেদ আলী (৫৫)-এর তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর থানার বাগুয়ান গ্রামে অভিযান চালিয়ে নেসকো কর্মচারীর হারানো ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রান্তের দেওয়া তথ্যে ঈশ্বরদীর মুলাডুলি রেলগেট এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরের পেছনে ঝোপের মধ্যে রাখা অ্যাপাচি ১৬০ সিসির একটি খোলা যন্ত্রাংশের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানাগেছে, প্রান্ত দীর্ঘদিন ধরে পাবনা, ঈশ্বরদী ও কুষ্টিয়া অঞ্চলে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিল এবং সে পুলিশের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের মধ্যে অন্যতম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শহীদুল ইসলাম শহীদ জানিয়েছেন, “মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।