ঈশ্বরদীতে শেখ কামালের জন্মদিন পালিত
————–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবাষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ।
শনিবার (৫ আগস্ট’২৩) সকালে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ও গাছের চারা বিতরণ শেষে নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওহিদুজ্জামান ও নিউ এরা ফাউন্ডেশনের পক্ষে তথ্য কর্মকর্তা সাংবাদিক গোপাল অধিকারী। এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী,পাবনা।