ঈশ্বরদীতে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত
এস এম রাজা।। আজ ১৫ সেপ্টেম্বর শান্তিপূর্ণভাবেই ঈশ্বরদীতে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর মোট পরীক্ষার্থী রয়েছে ৪ হাজার ৪’শ ৩ জন। মোট পরীক্ষা কেন্দ্র হয়েছে ৭টি। এরমধ্যে এসএসসির ৫টি, ভোকেশনাল ১টি ও মাদ্রাসা ১টি। এগুলো হচ্ছে সাঁরা মাড়োয়াড়ি উচ্চ বিদ্যালয়, ঈশ্বরদী গার্লস হাই স্কুল, নর্থ বেঙ্গল পেপার মিল হাই স্কুল, পাকশি রেলওয়ে বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁশের বাধা হাই স্কুল এবং আলীম মাদ্রাসা ও ভোকেশনাল ইনস্টিটিউট। পরীক্ষার প্রথম দিনে আজকে মোট ৬৯ জন পরীক্ষার্থী অনুপস্হিত ছিল। কেউ বহিষ্কার হয়নি। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা স্বাভাবিক হয়েছে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা কেন্দ্র গুলোতে যাতে নির্বিঘ্নে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সেজন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানিয়েছেন।