ঈশ্বরদীতে লুমিনাস গ্রুপের সেমিনার অনুষ্ঠিত
—————-
মুনমুন আক্তার।। আজ ২৩ জুন’২৩ বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে লুমিনাস গ্রুপ অব কোম্পানি লিমিটেডের মিরাকেল গ্রোথ উচ্চ ফলনশীল অনুখাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এই কোম্পানির নব নিযুক্ত পাবনা জেলার ডিলার কৃষক মোরা ভাই ভাই সংস্থা বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর ও সাবেক কৃষি সচিব মোঃ আলমগীর হোসেন, কৃষি উপদেষ্টা ও কৃষি বিজ্ঞানী মোঃ আলাউদ্দিন ও সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, কুষ্টিয়া লালন একাডেমি ও রাজাপুর বই মেলার আজীবন দাতা সদস্য, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।
লুমিনাস গ্রুপ পাবনা জেলার ডিলার ও কৃষক মোরা ভাই ভাই সংস্থা বাংলাদেশ ‘র স্বত্বাধিকারী জহুরুল ইসলাম জয়ের সভাপতিত্বে ও লুমিনাস গ্রুপের সদস্য লিডার ট্রেইনার ডাঃ মোঃ আবু সাঈদ’র উপস্থাপনায় অনুষ্ঠিত এ সেমিনারে ওয়ার্কার্স পার্টি পাবনা জেলা শাখার কৃষক ফেডারেশনের সভাপতি মোঃ শহিদুল্লাহ, জাতীয় পার্টি পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক রাকিব আহসান রিজভী রেজা সহ পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক উপস্থিত ছিলেন।