ঈশ্বরদীতে র্যাবের হাতে হত্যা সহ একাধিক মামলার আসামি কাটা রতন গ্রেফতার
———
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
নবজাতক হত্যাকারী মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ ওরফে কাটা রতন (৪২)’কে গ্রেফতার করেছে র্যাব-১২ সিপিসি-২ এর সদস্যরা।
আজ ৬ জানুয়ারি’২৬ রাত আনুমানিক আড়াইটার দিকে বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ভাইরমারী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মোঃ ইউনুসের ছেলে।
গ্রেফতারকৃত রতনের নামে জিআর ৩৫২/২৫, জিআর ৩৯৩/২৫, জিআর ৪৮১/২৫ সহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব উল্লেখিত সময় ও স্থান থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুজ্জামান।