ঈশ্বরদীতে ট্রেনের তেল চুরির অভিযোগে চালক ও সহকারী চালক বরখাস্ত, গ্রেফতার-২
———-
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২১ মে’২৩ রাত ১টায় ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের অদূরে পাতি বিল তিনকোণা পুকুর সংলগ্ন এলাকায় রেলওয়ের ইঞ্জিন থেকে তেল চুরি করার সময় ৫০ লিটার তেল সহ ২ চোরকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা।
আটককৃতরা হলো ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর গ্রামের মৃত আকতার আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও সামিউল আলমের ছেলে আলিফ মিয়া (১৮)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্তব্যরত ট্রেন চালক তারিক আজাদ ও সহকারী চালক শাহীন রেজার সাথে যোগ সাজস করে আটককৃত চোরেরা উল্লেখিত স্থানে অতি সংগোপনে ৫০ লিটার তেল ইঞ্জিন থেকে চুরি করে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা ঝটিকা অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে।
এঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং চোরদ্বয়কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব জানিয়েছেন।
ওদিকে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ্ সূফী নূর মোহাম্মদ ও পাকশী বিভাগীয় রেলওয়ে যান্ত্রিক প্রকৌশলি (লোকো) আশীষ কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে চালক ও সহকারী চালককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন।
এব্যাপারে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে চালক ও সহকারী চালককের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখিত রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।