ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদী পৌর এলাকার পূর্ব নূর-মহল্লা বস্তি পাড়ায় অবস্থিত কোহিনূর বেকারীর শ্রমিক রিফাত (২০) নামক এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। সে নীলফামারী জেলার চাপরা ইউনিয়নের বড়ই গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।
ঈশ্বরদী থানা পুলিশ আজ ৯ সেপ্টেম্বর’২৩ সকালে কারখানার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, রিফাত দীর্ঘদিন থেকে এই বেকারীতে শ্রমিক হিসেবে কাজ করে এবং বেকারীরই মালিকের দেয়া একটি রুমে যৌথভাবে রাত্রিযাপন করে। গতকাল ৮ সেপ্টেম্বর’২৩ কাজ শেষে রাতের বেলা যথারীতি খাওয়া দাওয়া সম্পন্ন করে রিফাত ঘুমিয়ে পড়ে।
সকালে বেকারীর মালিক নাসির উদ্দীন বেকারীতে গিয়ে বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সহ থানা ও ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ঘটনাস্থলে যায় এবং তার লাশ উদ্ধার করে।
এদিকে কোহিনূর বেকারীর মালিকের ছেলে রাসেল’র সরবরাহ করা একটি ফেসবুক স্ট্যাটাসে দেখা যায় রিফাত তার নিজস্ব আইডিতে লিখেছে যে, — “যা কিছু করেছি তা ক্ষমার যোগ্য নয়। বাবা-মাকে অনেক কষ্ট দিয়েছি, আল্লাহ যেন তাদের ভালো রাখেন। বাবা-মায়ের জন্য আমি কিছুই করতে পারিনি। বিদায় পৃথিবী বিদায়”।
এ’ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার ও সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হয়েছে।
সিসিক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট এবং সিসিক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।