ঈশ্বরদীতে বঙ্গবন্ধু পরিষদের ঐতিহাসিক
৬ দফা দিবস পালন
——–
এস এম রাজা।। আজ ৭ জুন’২২ সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখা ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে বিএসআরআই অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলী মালিথা। বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার আহবায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন অধ্যক্ষ আইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আকরাম হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা কাইয়ুম হোসেন, বিএসআরআই-এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, কবি ও সংগঠক ড. কুয়াশা মাহমুদ, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি মোঃ ফজলুল হক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবি ও কলামিষ্ট মুরাদ মালিথা, সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, দাশুড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম, এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল আলম বিশ্বাস, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সাংবাদিক ও সংগঠক আতাউর রহমান বাবলু প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব সহকারী অধ্যাপক শহিদুল হক শাহীন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৬ দফার প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন।