ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হলো প্রথিতযশা সাংবাদিক কবি ও শিল্পী সূফি সাধক গুরুজী এস এম রাজা’র ৬৬ তম জন্মদিন
—————-
মুনমুন আক্তার।। বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হলো প্রথিতযশা সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজসেবক সংগঠক ও শিল্পী সূফি সাধক গুরুজী এস এম রাজা’র ৬৬ তম জন্মদিন।
এতে প্রধান অতিথি ছিলেন নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবীর। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলি মালিথা, ঈশ্বরদী পৌর সভার প্যানেল মেয়র আবুল হাশেম, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডা: আরিফুল শরীফ রাজা, সাঁড়া ঝাউদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হেদায়েত-উল-ইসলাম, লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির আইসি এমদাদুল হক, রূপপুর বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী ওস্তাদ মাসুদ রানা, পাবনা মহিয়সী পাঠ চক্রের সাধারণ সম্পাদক, রেলওয়ে মেইল সার্ভিসের ইন্সপেক্টর কবি ও কণ্ঠশিল্পী যাযাবর জিয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর ফিরোজ আহমেদ, রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নূর আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম, ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আসাদুজ্জামান আসিফ, জাতীয় সাংবাদিক সংস্থা ঈশ্বরদী শাখার সভাপতি সালাউদ্দিন আহমেদ।
গুরুজী এস এম রাজা’র সভাপতিত্বে এবং সংগীত শিক্ষক ও কণ্ঠশিল্পী রেজাউর রহমান পাপ্পু’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কবিতায়, বক্তব্যে, সংগীতে ও ফুলেল শুভেচ্ছায় আশিস ও শুভেচ্ছা জ্ঞাপন করেন কবি সাধন কুন্ডু, কবি রমজান আলী, কবি হুমায়ুন কবীর, কবি যাযাবর জিয়া, সময়ের ইতিহাস সম্পাদক শেখ মহসিন, প্রথম সকাল সম্পাদক মহিদুল ইসলাম, শিল্পী তৌশি, রিদিতা, রূপা, অন্ত, জয়, লিমন, নূর মোহাম্মদ বিশ্বাস, শামসুল ইসলাম, ওস্তাদ মুকুল হোসেন, মিলন বাউল, দেলোয়ার হোসেন, হাসু বাউল, রশিদ সরকার, জয়নাল চিশতি, রবিউল ইসলাম।
এছাড়াও হোটেল শ্রমিক ইউনিয়ন, ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থা, ঈশ্বরদী ইয়োথ ক্লাব, সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, রেস্তোরাঁ বেকারি শ্রমিক ইউনিয়ন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব, ঈশ্বরদী থেকে বলছি ফেসবুক গ্রুপ, ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পী গোষ্ঠী, সাকরিগাড়ী কাদরিয়া দরবার শরীফ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই দোয়া পরিচালনা করেন কবি শাহ সূফি জয়নাল আবেদিন। এর আগে ১০ পাউন্ড ওজনের একটি কেক কেটে উপস্থিত অতিথি ও সুধীদের আপ্যায়ন করা হয়। প্রচুর সংখ্যক ভক্ত, সুধি, অনুরাগী এ আয়োজনে উপস্থিত ছিলেন।