পাবনায় পেশাগত দায়িত্বপালন কালে আনন্দ টিভি ও মোহনা টিভির সাংবাদিককে লাঞ্ছিত, ভিডিও ক্যামেরা ছিনতাই,থানায় অভিযোগ।
————————————————–
রিপোর্টার। । পাবনার বাঁশেরবাদা ডিগ্রী কলেজে পেশাগত দায়িত্বপালন কালে কলেজের অধ্যক্ষের লেলিয়ে দেয়া দুষ্কৃতিকারিদের হাতে লাঞ্ছিত হয়েছেন আনন্দ টিভি ও মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি। গতকাল ১৯ জুন বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুষ্কৃতিকারিরা সাংবাদিকদের ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ তাদের ভিডিও ক্যামেরা উদ্ধার করে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাঁশেরবাদা ডিগ্রী কলেজের অনিয়ম এবং শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছিলো। তথ্য জানার পর আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা ও মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লা হীরা উক্ত কলেজের ছাত্রছাত্রীদের বক্তব্যের ভিডিও ফুটেজ ধারণ করার সময় কলেজের অধ্যক্ষের লেলিয়ে দেয়া ১০/১২ জনের একদল দুষ্কৃতিকারি তাদের উপর হামলা চালায়। দুষ্কৃতিকারিরা তাদের লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেয়। সাংবাদিকরা বিষয়টি পাবনার পুলিশ সুপারকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ দুষ্কৃতিকারিদের কাছ থেকে সাংবাদিকদের উদ্ধার করে। এ ঘটনায় মোহনা টিভির সাংবাদিক হুজ্জাতুল্লা হীরা, আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা
ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার তীব্র নিন্দা-প্রতিববাদ ও এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ,বিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাধারণ সম্পাদক পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক র্বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ পাবনার সকল সদস্য বৃন্দ তীব্র নিন্দা ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।