বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নিউ এরা ফাউন্ডেশনে বিজয দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কমসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন। কর্মসূচীর মধ্যে ছিল সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালী ও উপজেলার আলহাজ্জ্বে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পন। সকল কর্মসূচিতে সংস্থার সহ-সভাপতি মতিউর রহমান, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মোঃ শফিকুল ইসলাম, উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, সহকারী পরিচালক (প্রোগ্রাম ও অর্থ ) বি. এম ফাহিম রহমান, প্রধান হিসাব রক্ষক কামাল পারভেজ, মানবসম্পদ কর্মকর্তা খায়রুজ্জামান, সৃমৃদ্ধি সমন্বয়কারী এস এম জাহাঙ্গীর আলম, তথ্য কর্মকর্তা গোপাল অধিকারী, এমআইএস কর্মকর্তা আহমাদুল্লাহ মিলনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে চরমিরকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। ৪১ নং চরমিরকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি সভাপতি এ্যাড মখলেছুর রহমান বিশ্বাস মুকুল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন নিউ এরা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শরিফুল ইসলাম মিলনের সঞ্চালনায় স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, সলিমপুর ইউনিয়ন সমৃদ্ধি সমন্বয়কারী এস এম জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ কুদ্দুস বিশ্বাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য রিতা, এমরান হোসেন, আজিজল মালিথাসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে সংস্থার প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখায় আলোকসজ্জা করা হয়।