ঈশ্বরদীতে ডিডিপি’র আয়োজনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কবি মুজিবুর রহমান ভবঘুরের মহা প্রয়াণে শ্রদ্ধা নিবেদনার্থে স্মৃতি চারণ ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত
############৳৳৳৳৳৳৳৳৳৳##########
মুনমুন আক্তার।। শ্রদ্ধা নিবেদন ও গানে গানে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কবি মুজিবুর রহমান ভবঘুরেকে স্মরণ করলো ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য, সংস্কৃতি ও সেবাধর্মী প্রতিষ্ঠান ডিডিপির অঙ্গ প্রতিষ্ঠান ডিডিপি সাহিত্য চর্চা কেন্দ্র।
গতকাল ৮ সেপ্টেম্বর সন্ধায় জংশন ডিডিপি গুরু আশ্রম কার্যালয়ে আয়োজিত ও
ডিডিপির চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ও সাপ্তাহিক জংসন সম্পাদক সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ’অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট নাট্য পরিচালক কবি রফিকুল হাসান স্বপন, কবি সাধন কুমার কুন্ডু, কবি ওয়াজেদ আলী, কবি রমজান আলী, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, বাংলাদেশ বেতারের কন্ঠ শিল্পী ওস্তাদ মাসুদ রানা।
কন্ঠশিল্পী ওস্তাদ রেজাউর রহমান পাপ্পুর সন্চালনায় শুভেচ্ছা জ্ঞাপন করেন কবি মুনমুন আক্তার, কবি নুরে আলম সিদ্দিক নাহিদ, কবি সুবল কুমার পাল, সাংবাদিক সাঈদ হাসান লিমন প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার রাজশাহীর কন্ঠ শিল্পী এস আলমগীর, মাসুদ রানা, আশা দুর রহমান, মনিরুল ইসলাম রিপন, ইলমাতুল ইসলাম রূপা, এস এম অন্ত, আতিকুর রহমান বাবলু, রেজাউর রহমান পাপ্পু, বিরেন কর্মকার, এস এম রাজা প্রমুখ। তবলায় সংগত করেন মোহন হাসান, এস এম অন্ত ও রুদ্র রায়।
প্রায় সাড়ে ৩ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই অনুষ্ঠান উপস্থিত দর্শক শ্রোতাসহ সর্বমহলে প্রশংসিত হয়।