ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রদানসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে বিনা সুদে ঋণ কার্যক্রমের মাধ্যমে অনেক মানুষ স্বাবলম্বী হয়ে উঠছেন বলে তিনি উল্লেখ করেন।
ইউএনও আরও বলেন, সমাজসেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের সঠিকভাবে শনাক্ত ও তালিকাভুক্ত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, বিআরডিপি কর্মকর্তা রাজিবুল হাসান প্রমুখ।
এ ছাড়া সভায় সহকারী সমাজসেবা কর্মকর্তা এ্যানি বড়ুয়া, ঈশ্বরদী প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি সানোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইমাম, মানবাধিকার কর্মী, সমাজকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সমাজসেবার গুরুত্ব ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।