বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অল্টারনেটিভ মেডিসিনকে প্রাধান্য দিয়েছেন
—– উপ-সচিব নাসরিন পারভীন
————————
এস এম রাজা।। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব নাসরিন পারভীন বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অল্টারনেটিভ মেডিসিনকে প্রাধান্য দিয়েছেন। এ অল্টারনেটিভ মেডিসিনকে অগ্রসর করার জন্য কাজ করে যাচ্ছি। এ্যালোপ্যাথিক মেডিসিনের পাশাপাশি হোমিও ও আয়ুর্বেদিক চিকিৎসাকে সমানভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। তাই উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সম্মিলিত ভাবে কাজ করা হচ্ছে এর সম্প্রসারণের জন্য।
আজ ২৭ মে’২৩ সকালে ঈশ্বরদীস্থ শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনকালে জংসন ডিডিপিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বদলি হয়ে আসার পর হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতাল গুলোকে নিয়ে আমার কাজ করতে হচ্ছে এবং এই প্রতিষ্ঠানগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হচ্ছে। এক কথায় বলা যায় অন্যান্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের চেয়ে শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি অনেক উন্নত ও পরিচ্ছন্ন।
এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের দায়িত্ব ও কর্তব্যবোধ দেখে আমি অভিভূত হয়েছি।
তিনি এই প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের জন্য ঈশ্বরদীর সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান। পরিদর্শনকালে কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আরিফুল শরীফ রাজা, প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ এস এম জাকির হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল ইসলাম হায়সাল, মোঃ কামাল হোসেন সহ কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং কলেজ চত্ত্বরে একটি ঔষধী বৃক্ষরোপন করেন।