ঈশ্বরদীতে আরও ৭৩ জন করোনায় আক্রান্ত
——–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।।
বহিরাগতদের পদভারে মুখরিত ঈশ্বরদী উপজেলায় নতুন করে আরও ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছে। আজ ২৬ জুন’২১ দুপুরে প্রাপ্ত রিপোর্টে করোনা সনাক্তের এ’তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসেবে গত ১০ দিনে এ’পর্যন্ত ঈশ্বরদী উপজেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭৩ জন। স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বার বার তাগিদ দেয়ার পরও এখানকার স্থানীয় ও বহিরাগত মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করার প্রবনতা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এখানে অবস্থিত রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে প্রতিষ্ঠিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় স্থাপিত বেসরকারি ছোট বড় শিল্প প্রতিষ্ঠানে কর্মরত বহিরাগত শ্রমিক কর্মচারী এবং স্থানীয়দের গুরুত্বহীনতার কারণে করোনা ভাইরাস সংক্রমন ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করার আশংঙ্কা দেখা দিয়েছে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।