এমএন সরদার।। গতকাল ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা ও পৌনে বারোটার সময় সাহাপুর আজিজুল তলা ও মানিক নগর স্কুল সংলগ্ন আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে পৃথক পৃথক হামলা গুলি ও ভাঙচুর করা হয়েছে তবে এ সময় নির্বাচনী অফিস দুটিতে কোন কর্মী ছিল না। হামলাকারীরা দ্রুত এসে অফিসে ৫থেকে ৭রাউন্ড বন্দুকের গুলি ছোড়ে এবং অফিসে রাখা চেয়ার-টেবিল ভাঙচুর করে দ্রুত স্হান ত্যাগ করে। আকস্মিক এ ভাংচুর ও গুলির ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ কিছু বোঝার আগেই অফিস ভাঙচুর ও গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টিকারীরা দ্রুত পালিয়ে যায়। আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পাবনা ৪ আসনের উপনির্বাচনের প্রাক্কালে এই ধরনের হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে বিষয়টি জানার পর উপরোল্লেখিত এলাকায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিস কার্যালয়ে এসে এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। এ ব্যাপারে সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথাকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে এই হামলার জন্য জামায়াত বিএনপিকে দায়ী করেন। তিনি বলেন আসন্ন সংসদ উপনির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই জামাত-বিএনপি সন্ত্রাসীরা এই ধরনের হামলার ঘটনা ঘটিয়েছে। যাতে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে আগ্রহ হারিয়ে ফেলে। অন্যদিকে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শেখ নাসির উদ্দিন কে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং দ্রুত হামলাকারী দুর্বৃত্তদের খুঁজে বের করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
ছবিঃ শামীম উদ্দীন ও লীন।