এসএম দীপ্ত ও মুনমুন আক্তার।। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আবদুর রহমান বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পাবনা -৪ আসনের সংসদ উপনির্বাচনে যারা ভোট কারচুপির আশংকার কথা বলে তারা সঠিক বলে না কারণ ঈশ্বরদী-আটঘরিয়া আওয়ামী লীগের ঘাঁটি। বিগত ২৫ বছরে প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী ও বারবার নির্বাচিত এমপি শামসুর রহমান শরীফ তার সুযোগ্য নেতৃত্বে দলকে সুসংগঠিত করে যে উন্নয়ন করেছেন তাতে এলাকার মানুষ আওয়ামী লীগের প্রতি দুর্বল এবং কৃতজ্ঞ। তাই তারা নৌকার বাইরে ভাবতে পারে না। আজ ২৪ সেপ্টেম্বর ২০ বিকেলে পুরাতন বাস ষ্ট্যান্ডে মাহবুব আহমেদ খান সৃতি মঞ্চে ঈশ্বরদী পৌর আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এর নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে আরো বলেন, সরকারি গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী যেখানে ঈশ্বরদী-আটঘরিয়ার শতকরা ৮৭ ভাগ ভোট রয়েছে আওয়ামী লীগের সেখানে ভোট কারচুপি করার কোন প্রশ্নই ওঠে না। তিনি বলেন বৃষ্টিতে ভিজে যে দলের হাজার হাজার কর্মীরা নৌকার স্লোগান দিয়ে নিজেদের উপস্থিতি জানান দেয় সেই দলের প্রার্থীর কখনো পরাজয় হতে পারে না। তিনি আগামী ২৬ তারিখে দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দানের মাধ্যমে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান। ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন পাবনা জেলা উন্নয়নের রূপকার বিশিষ্ট শিল্পপতি বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, সাবেক সংসদ সদস্য মনজুর রহমান বিশ্বাস, সাবেক সংসদ সদস্য পাঞ্জাব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু। ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী মালিথার পরিচালনায় পথসভায় আরো বক্তৃতা করেন জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় আব্দুর রহমান আরও বলেন, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা। ১৯৫৪ সাল থেকে আজ অবধি কখনো পরাজয় বরণ করেনি এবারও করবে না। তিনি বলেন নৌকার বিজয় সুনিশ্চিত করে আপনারা প্রমাণ করবেন জননেত্রী শেখ হাসিনা যোগ্য প্রার্থীকে মনোনয়ন প্রদান করেছেন।