মুনমুন আক্তার।। আজ ২ সেপ্টেম্বর’২০ (বুধবার) বিকেল সাড়ে তিনটায় ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসে আসন্ন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদীয় আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান, পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করেছেন। ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস তার মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র দাখিলের সময় আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সাথে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য পাঞ্জাবআলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েবআলী বিশ্বাস, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এশারতআলী, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহাজেবিন শিরিন পিয়া, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সদস্য গালিবুর রহমান শরীফ, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমাল,আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের ছেলে তহিদুল ইসলাম দোলন বিশ্বাস প্রমুখ। আওয়ামী লীগের টিকেটে আসন্ন সংসদ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ঈশ্বরদী থেকে আটঘরিয়া গিয়েও বিকেলে মনোনয়নপত্র দাখিল করেন। আটঘরিয়া উপজেলা নির্বাচন অফিসার তার মনোনয়নপত্র গ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ। আগামী ২৬ সেপ্টেম্বর’২০ ঈশ্বরদী আটঘরিয়া পাবনা-৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান শরীফ গত ২ এপ্রিল বার্ধক্য ও শারীরিক অসুস্থতা জনিত কারনে মৃত্যুবরণ করলে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৬ সেপ্টেম্বর’২০ এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল ৩ সেপ্টেম্বর’২০ মনোনয়নপত্র বাছাই এবং আগামী ৮ সেপ্টেম্বর’২০ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ ।