দাশুড়িয়া বাজারে স্থাপিত সিসি ক্যামেরার কার্যক্রম উদ্ধোধন কালে পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম
———-
আমরা মাদক ও চাঁদাবাজিসহ অপরাধ নির্মূলে আপসহীন ভাবে কাজ করে যাচ্ছি
———-
এম এন সরদার।। পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম বলেছেন, মহা পুলিশ পরিদর্শক মহোদয়ের নির্দেশক্রমে আমরা মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি,জঙ্গিবাদসহ সকল ধরনের অপরাধ নির্মূলে আপসহীন ভাবে কাজ করে যাচ্ছি। অপরাধী যেই হোক না কেন কোনভাবেই তাদের ছাড় দেয়া হবে না। অপরাধীকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। আজ ৯ সেপ্টেম্বর’২১ সকালে ঈশ্বরদী উপজেলার জনগুরুত্ব সম্পন্ন দাশুড়িয়া বাজারে স্থাপিত সিসি ক্যামেরার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ বকুল সরদার। প্রধান অতিথির বক্তৃতায় পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম আরও বলেন, পাবনা জেলার অপরাধ নির্মূলে পুলিশকে সহায়তার জন্য সাধারণ মানুষ উদ্যোগী হয়েছেন এবং বিভিন্ন এলাকায় সংঘটিত অপরাধ কর্মকান্ডের তথ্য প্রদান করছেন। সেই মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সক্ষম হচ্ছি। তিনি পাবনাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, একমাত্র তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত ৬ মাসে পাবনায় ২৪ টি আগ্নেয় অস্ত্র ও বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার সহ অসংখ্য সন্ত্রাসী জুয়ারি প্রভৃতি অপরাধী গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, আপনারা তথ্য দিন আমরা নিরাপত্তা দেবো। তথ্য প্রদানকারীর নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে ব্যাপারে আমরা সর্বদা সজাগ দৃষ্টি রাখবো। অতিমারী করোনা মোকাবেলায় সর্বস্তরের মানুষকে সরকারী বিধি নিষেধ মেনে চলার আহবান জানিয়ে তিনি পরে দাশুড়িয়া বাজার ব্যবদায়ীদের সহযোগিতায় স্থাপিত ১৭ টি সিসি ক্যামেরার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্ধোধন করেন। জনগুরুত্ব সম্পন্ন এই বাজারে সিসি ক্যামেরার কার্যক্রম পরিচালনার মাধ্যমে এখানকার সকল ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।