স্টাফ রিপোর্টার ।। রশিদ পেপার মিলের কেমিক্যালযুক্ত বিষাক্ত পানিতে মুলাডুলি ও দাশুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজার হাজার বিঘা জমি ও পুকুর বিনষ্ট হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে বিভিন্ন ফসল ও মাছ চাষ। আর লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতির শিকার হচ্ছে কৃষকরা। এরই প্রতিবাদে রশিদ পেপার মিলের বিষাক্ত বর্জ্য ও পানি ড্রেনেজ সিস্টেমে পার্শবর্তী কোন নদী অথবা নিজস্ব জায়গায় ফেলানোর দাবীতে আজ ২২ নভেম্বর’২০ সকালে মুলাডুলি ইউনিয়নের সড়ইকান্দীস্থ রশিদ পেপার মিলের সামনে বিশ্ব রোডে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।
মুলাডুলি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্থ কৃষকরা বিক্ষোভ ও মানববন্ধন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কৃষক কামাল হোসেন মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার।
ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে বক্তৃব্য রাখেন গোলাম মোস্তফা কেসলু, জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম আমীন, নুরুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ আলম, মোঃ আব্দুল আজিজ মেম্বর, মোঃ রুস্তুম আলী, মজিবুর রহমান, জোৎস্না খাতুন প্রমূখ।
পরিচালনা করেন মোঃ খায়রুজ্জামান রুনুন।
আগামী ১৫ দিনের মধ্যে বিরাজমান সমস্যার সমাধান করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা উল্লেখ করেন।