আগামী ১২ ফেব্রুয়ারী’২৬ জাতীয় সংসদ ও গণভোট
আচরণ বিধিতে যা থাকছে
১। সব প্রার্থীর ইশতেহার ঘোষণা
এক মঞ্চে
২। দল ও প্রার্থীকে আচরণবিধি মানার অঙ্গীকার করতে হবে
৩। ইসিকে আইডির পরিচয় জানিয়ে সামাজিক মাধ্যমে প্রচারের সুযোগ থাকছে
৪। সামাজিক মাধ্যমে মিথ্যা বা ভুল কন্টেন্ট প্রচার করলে জরিমান।
৫। একটি নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ২০টি বিলবোর্ড।
৬। বিলবোর্ডের আকার ১৬ ফুট × ১৯ ফুট।
৭। জনসভার জন্য ২৪ ঘন্টা আগে স্থান ও সময় পুলিশকে জানাতে হবে।
৮। ব্যানার ফেস্টুন টাঙ্গানো যাবে।
৯। শুধু দলীয় প্রধানের ছবি প্রচারে ব্যবহার করা যাবে।
১০। দলীয় প্রধান বা সাধারণ সম্পাদক হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন।
১১। সর্বোচ্চ পাঁচজনকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যেতে হবে।
১২। প্যান্ডেল হবে সর্বোচ্চ ৪০০ বর্গফুট।
১৩। প্রতি ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প থাকবে।
১৪। একই সঙ্গে সর্বোচ্চ তিনটি মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে।
১৫। সামাজিক মাধ্যমের খরচ মোট নির্বাচনী খরচের সঙ্গে যুক্ত হবে।
১৬। দল ৫০ হাজার এবং ব্যক্তির খরচ ২০ হাজারের বেশি হলে ব্যাংকে লেনদেন।
১৭। ড্রোন ব্যবহার নিষিদ্ধ।
১৮। চলাচলের পথ আটকে সভা সমাবেশ করা যাবে না।
১৯। মসজিদ, মন্দির, গির্জা ও সরকারি অফিস আদালতে প্রচার চালানো যাবে না।
২০। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিষিদ্ধ।
২১। বিদ্বেষমূলক বক্তব্য বিকৃত ছবিসহ ক্ষতিকর কন্টেন্ট প্রচার করা যাবে না।
২২। পোস্টারের ব্যবহার নিষিদ্ধ।
২৩। নারী ও সংখ্যালঘু বা কোন গোষ্ঠীকে নিয়ে ঘৃণমূলক বক্তব্য দেয়া যাবে না।
২৪। প্রচারে অন্য কারো ছবি ব্যবহার নিষিদ্ধ।
২৫। হেলিকপ্টার ব্যবহার করে প্রচার চালানো নিষিদ্ধ।
২৬। দেয়াল, গাছ, যানবাহন বা খুঁটিতে ব্যানার বা ফেস্টুন সাঁটানো যাবে না।
২৭। প্রচারে প্লাস্টিক, র্যাক্সিন ব্যবহার করা যাবে না।
২৮। বিদেশে সভা সমাবেশ করা যাবে না।
২৯। দলীয় প্রধানের প্রার্থনারত ছবি দেয়া যাবে না।
৩০। বাস-ট্রাক বা মোটরসাইকেলে মিছিল করা যাবে না।
৩১। মশার মিছিল নিষিদ্ধ, প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না।
৩২। সরকারি উন্নয়ন সংক্রান্ত কাজ এবং সভায় প্রার্থী অংশগ্রহণ নিষিদ্ধ।