সিআইডি নাটোর জেলার ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান শামীম ইকবাল চাকরি থেকে স্বাভাবিক অবসর গ্রহণ উপলক্ষে সিআইডি নাটোর জেলা কার্যালয় ২৫ সেপ্টেম্বর সোমবার এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। জ্যৈষ্ঠ পুলিশ পরিদর্শক নূর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিদায় সভায় সিআইডি নাটোর জেলার সকল স্তরের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী অতিথির বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন সিআইডি নাটোর জেলার কর্মকর্তা কর্মচারীগণ। বক্তারা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান শামীম ইকবালের পেশাগত ও ব্যক্তিজীবনের নানা দিক এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নয়নে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, মোঃ হাসান শামীম ইকবাল বাংলাদেশ পুলিশের যেসব ইউনিটে কাজ করেছেন সেখানেই সাফল্যের চিহ্ন রেখে গেছেন। তিনি চ্যালেঞ্জিং দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করেছেন। হাসান শামীম ইকবাল তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, চাকরিজীবনে আমি সিনিয়র-জুনিয়র সব কর্মকর্তার সার্বিক সহযোগিতা পেয়েছি। তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশকে আরও এগিয়ে নেওয়ার নিরন্তর প্রয়াস অব্যাহত রাখার জন্য সব সহকর্মীর প্রতি আহ্বান জানান। তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানানোর জন্য সিআইডি নাটোর জেলার সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মোঃ হাসান শামীম ইকবাল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে সরাসরি সাব- ইন্সপেক্টর পদে পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি তার বর্ণাঢ্য চাকরীজীবনে বগুড়ার সদর থানার ওসি সহ উত্তর অঞ্চলের বিভিন্ন জেলার ১২টি থানার অফিসার ইনচার্জ হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে ভীষণ জনপ্রিয়তা লাভ করেন।