ঈশ্বরদীতে অবরোধের দ্বিতীয় দিনেও রাস্তায় ছিলো না বিএনপি, মিছিল করেছে জামাত, মৈত্রী ট্রেনে পাথর নিক্ষেপ, জানালা ভাংচুর
———
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীতে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবরোধের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। সকালে বিএনপির অঙ্গ সংগঠনের কতিপয় কর্মী রেলগেট এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। অপরদিকে বেলা ১২ টার দিকে কলকাতা থেকে ঢাকা গামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের অদূরে লোকোসেড এলাকা অতিক্রমের সময় অবরোধ সমর্থনকারী কিছু যুবক ট্রেন লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে ট্রেনের একটি জানালা ভেঙে যায়। তবে ট্রেনটি যথারীতি গন্তব্যে চলে যায়। এঘটনা শোনার পর পাকশী রেলওয়ে জেলা পুলিশের এসপি মোঃ শাহাবুদ্দিন সহ রেলওয়ের পাকশী বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার শাহাবুদ্দিন ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে এ সংবাদদাতাকে জানান।
সকালে ঈশ্বরদী-দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের গোলচত্ত্বরের নিকট জামাতে ইসলামীর প্রচুর সংখ্যক নেতাকর্মী অবরোধের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করলেও মাঠে নেই বিএনপি। গতকাল দুই একটি জায়গায় বিএনপির অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীকে দেখা গেলেও আজকে অনুপস্থিতিই পরিলক্ষিত হয়েছে। এদিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ঈশ্বরদী শহর সহ ইউনিয়ন পর্যায়ের উল্লেখযোগ্য স্থান সমূহে অবরোধের বিপক্ষে অবস্থান করতে দেখা গেছে। দূরপাল্লার বাস ও ট্রাক ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।