ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের বদলি নতুন অফিসার ইনচার্জ অরবিন্দু সরকার
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								ডিডিপি নিউজ ২৪ ডেস্ক 								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত : 
																						সোমবার, ৬ জুন, ২০২২																																			
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান’র বদলী, নতুন অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার
—————————–
এম এন সরদার।। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের বদলি হয়েছে। অন্যদিকে নতুন অফিসার ইনচার্জ হিসেবে ঈশ্বরদী থানায় যোগদান করছেন অরবিন্দু সরকার। পাবনা জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মোঃ মহিবুল ইসলাম খান বিপিএম জনস্বার্থে এই দুই জন কর্মকর্তাকে বদলি করেছেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি ঈশ্বরদী থানায় যোগদান করেন। প্রায় এক বছর চার মাস পর তাকে বেড়া মডেল থানায় বদলী করা হলো। অন্যদিকে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার কে ঈশ্বরদী থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলী করা হলো।
উল্লেখ্য, নবাগত অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বছর দুয়েক আগে ঈশ্বরদী থানায় পুলিশ ইন্সপেক্টর ( তদন্ত) হিসেবে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন।
এদিকে জংসন ডিডিপির পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার কে স্বাগত ও অভিনন্দন এবং আসাদুজ্জামান কে বিদায়ী অভিনন্দন জানিয়েছেন জংসন সম্পাদক ও ডিডিপির চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা।
                    
					
					
						 					
					
				
					
										
                    
                        
শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
				
					    
					 
			 				
				
					
									
                    
                       আরো সংবাদ