জাকারিয়া_ফাউন্ডেশনের_উদ্যোগে_দিনব্যাপী_ফ্রি_মেডিকেল_ক্যাম্প_অনুষ্ঠিত
মোঃ খায়রুল বাশার (মিঠু)
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে জাকারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জাকারিয়া ফাউন্ডেশনের সভাপতি গোলাম কবির। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা রেজাউল করিম (রেজা), কোষাধক্ষ্য আব্দুল আজিজ (মাস্টার) প্রচার সম্পাদক খায়রুল বাশার মিঠু, মনিরুল ইসলাম (মনি),সদস্য সামাদ মালিথা, আশরাফুল ইসলাম, মিনহাজ মল্লিক, ঈসরাইল সরদার, মিজানুর রহমান, মাহমুদুল হাসান সুবেল, আপেল মাহমুদ, কাউসার কবির (মৃদুল), গোলাম সাইফুল্লাহ (রানা) সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ৮জন পল্লী চিকিৎসকদের সমন্বয়ে বিভিন্ন রোগে আক্রান্ত কয়েক শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। সেই সাথে প্রায় তিন শতাধিক নারী-পুরুষদের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করানো হয় ।
আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে জাকারিয়া ফাউন্ডেশন নিয়মিত সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও ঈশ্বরদীসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য জাকারিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।