ঈশ্বরদীতে চাকরী না পেয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
ঈশ্বরদীর পাকশীতে চাকরি না পেয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাবার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে পাকশী ইপিজেড মোড় এলাকায়। সংবাদ পেয়ে শুক্রবার (১০ অক্টোবর’২৫) দুপুরে উপজেলার পাকশি ইপিজেড মোড় এলাকার ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিহত স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম মোছা. পিয়ারা খাতুন (২৬)। স্বামীর নাম মো. হাফিজুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের ছোট জামবাড়িয়া গ্রামে তাদের বাড়ি।
জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে চাকরীর খোঁজে নিজ বাড়ি থেকে স্বামী হাফিজুলকে সঙ্গে নিয়ে পিয়ারা খাতুন ঈশ্বরদীর পাকশীতে ইপিজেড এলাকায় এসে বাঘইল পশ্চিম পাড়ায় একটি বাসাভাড়া নেন। এই ভাড়াবাসাতেই থেকে দুজন একসঙ্গে ইপিজেডের ভেতরে বিভিন্ন কোম্পানিতে চাকরীর সন্ধান করেন। কিন্তু তাদের কাঙ্ক্ষিত চাকরী হয়না। যার ফলে দুজনের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ লেগে থাকতো।
ভাড়াবাসার মালিক রিপনের মা রুশিয়া বেগম জানান, দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। চাকরি না পাওয়ায় আজ শুক্রবার সকালে তাদের ঢাকা চলে যাওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত তাদের কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে জানালা দিয়ে দেখতে পান গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেঝেতে পিয়ারা খাতুন পড়ে আছেন। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে থানায় জানালে পুলিশ এসে পিয়ারা খাতুনের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এব্যাপারে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রস্তুত পূর্বক পিয়ারার লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয় এবং ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট পিয়ারার লাশ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।