ঈশ্বরদী থানায় নব নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর উদ্বোধন
ঈশ্বরদী প্রতিনিধি।। ঈশ্বরদী থানায় বহু প্রত্যাশিত নব নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর উদ্বোধন করা হয়েছে।
সোমবার( ৮ সেপ্টেম্বর’২৫) সকালে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ আনুষ্ঠানিকভাবে এই ঘর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার, ঈশ্বরদী পৌর নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর, পরিদর্শক(তদন্ত)এবিএম মনিরুল ইসলাম, ঈশ্বরদী পৌর সভার প্রকৌশলী প্রবীর কুমার।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৬ লক্ষ ৪ হাজার টাকা ব্যায়ে এই লাশ ঘর নির্মাণ করা হয়েছে। গত জুলাই’২৫ মাসে ঈশ্বরদী পৌর সভার অর্থায়নে এই লাশ ঘর নির্মাণ করার জন্য দরপত্র আহ্বান করা হলে ঠিকাদারী প্রতিষ্ঠান এটি এন্টারপ্রাইজ ওয়ার্ক ওর্ডার লাভ করেন। শর্ত মোতাবেক দুই মাসে নির্মাণ কাজ সমাপ্ত করে ঘর বুঝিয়ে দিলে আজ সকালে উদ্বোধন করে থানা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসম আব্দুন নূর এই ঘর নির্মাণে সার্বিক তত্বাবধান করেন।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা। ০১৭১১৪৬১৯৫৬