গোপালপুরে ব্যাংক থেকে তিন নারী চোর আটক
লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুরে অগ্রণী ব্যাংক এর গোপালপুর শাখায় ফাতেমা খাতুন নামের এক গ্রাহকের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে তিন নারী চোরকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে ব্যাংকের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই তিন নারীকে সনাক্ত করা হয় এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত নারীরা হলো, নাটোর সদর উপজেলার বাসিন্দা হাসি বেগম (২৫), আছিয়া বেগম (৪০) ও আলেয়া খাতুন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লালপুর কলেজ মোড় এলাকার ফাতেমা নামে এক গ্রাহক অগ্রণী ব্যাংকের গোপালপুর শাখায় ৩০ হাজার টাকা জমা দিতে যান। ভাউচার লেখার সময় ওই তিন নারীর একজন ফাতেমা খাতুনের ব্যাগ থেকে টাকা বের করে নেয়। অন্য দু’জন সহযোগীতা করে। টাকা জমা দিতে গিয়ে ব্যাগে টাকা না পেয়ে তিনি বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপককে জানান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই তিন নারীকে সনাক্ত করে ব্যাংকের ব্যবস্থাপক জয়নুল আবেদিন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের কাছ থেকে চুরির ৩০ হাজার উদ্ধার করে।
লালপুর থানার ওসি মমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিন নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।