জাতির বিবেক নয়তো সোজা
——–এস এম রাজা
জাতির বিবেক নাম করেছে ধারন
টাকায় কিনেছে লাইসেন্স
বিবেক বলতে কি বোঝায় সেটা
বোঝার নাই এক চিলতে সেন্স।
ফুটপাতে জনম জাতপাত নাই
শিখেছে শুধু চাটাচাটি
ছোট নেতা বড়ো নেতার
নামে করে হাটাহাটি।
লম্প ঝম্প ব্যাঙের মতো
ভাবটা যেন সে বিশাল
হুমকি ধামকি দেয় সবাইকে
বিশ্রী তার বোলচাল।
চাটার চাটা মহা চাটা
চামচামি- ই তার স্বভাব
দিন হাজিরা হলেই খুশি
ভাব দেখাই নাই অভাব।
পথে ঘাটে যেথায় সেথায়
বিবেকের দেয় দোহাই
আসলে সে যোগ্যতাহীন
দোহাই দিয়েই খায়।
জাতির বিবেক নয়তো সোজা
চাইলেই হওয়া যায়?
শুদ্ধ আত্মা জাগ্রত বিবেক
সত্য আপোষহীন হতে হয়।