ঈশ্বরদীতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।।
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)র অভিযানে ঈশ্বরদী থেকে ৪৮ (আটচল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩রা জুলাই’২৫) সন্ধ্যা ৬ ঘটিকার সময় ঈশ্বরদী শহরের রেলগেইট কড়ইতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ী ঈশ্বরদী শহরের পিয়ারাখালি এলাকার আব্দুল কাদের এর ছেলে মোঃ আরমান আলী (৪৮)।
গত বৃহস্পতিবার রাতে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পাবনা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন’র সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে ডিবি পুলিশ মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ০৩ জুলাই’২৫ সন্ধ্যা ৬ ঘটিকায়, ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ জেলার ঈশ্বরদী থানাধীন রেলগেইট কড়ইতলাস্থ মোঃ আসাদুল ইসলাম নয়ন (৩৫) এর পানের দোকানের সামনে সফল অভিযান চালিয়ে
৪৮ বোতল ফেন্সিডিল সহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এব্যাপারে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।