ওসি শহীদের প্রচেষ্টায় খুলনায় বাবা মা’র কাছে ফিরে গেল শিশু ওমর ফারুক
এম এন সরদার।। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ এর আন্তরিক প্রচেষ্টা ও মানবিকতায় শেষ পর্যন্ত
সুদূর খুলনায় বাবা মা’র কাছে ফিরে গেল ১০ বছরের শিশু ওমর ফারুক।
আজ ৫ মার্চ’২৫ ওমর ফারুককে বাবা মা-র হাতে স্বশরীরে হস্তান্তর করেন ওসি শহীদুল ইসলাম শহীদ।
সম্প্রতি ওমর ফারুক বাবা মার ওপর রাগ করে বাড়ী থেকে ট্রেনে চড়ে ঈশ্বরদীতে চলে আসে। ঈশ্বরদী এসে বিভিন্ন এলাকায় অলিতে গলিতে এলোপাতাড়ি ঘুরাঘুরি করতে থাকে। বিষয়টি লক্ষ্য করে স্হানীয়রা ওমর ফারুককে থানায় সোপর্দ করে।
এরপর ওসি শহীদুল নিজ উদ্যোগে তরিৎ গতিতে ওমর ফারুকের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তার বাড়ীতে সংবাদ দেয় এবং দ্রুত অভিভাবকদের ঈশ্বরদী থানায় আসতে বলেন। সে মোতাবেক তারা ঈশ্বরদী থানায় এলে আজ ওমর ফারুককে পিতা মাতার হাতে তুলে দেয়া হয়। সন্তানকে ফিরে পেয়ে ফারুকের পিতা মাতা যেমন খুশি তেমনি স্বশরীরে হারানো শিশু সন্তানকে বাবা মার হাতে তুলে দিতে পেরে ওসি শহীদুল ইসলাম শহীদও ভীষণ খুশি। ওসি এই মানবিক কাজের জন্য সাংবাদিক ও সুধী মহলে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।