মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে রাতের আঁধারে শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা ঈশ্বরদীতে “বৈষম্যবিরোধী জাতীয়তাবাদী দল ঐক্য পরিষদ”নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ সকল নীতি আদর্শের লোক সংসদে থাকবে—-সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ঈশ্বরদীতে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু ঈশ্বরদীর আরামবাড়ীয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা আহত ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ফলোআপঃ নানার বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরল দ্বীপ ঈশ্বরদীতে বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু পাবনায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর প্যারেড ও চাকরির খতিয়ান বিশ্লেষণ পরীক্ষা অনুষ্ঠিত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

ঈশ্বরদীতে রাতের আঁধারে শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

ঈশ্বরদীতে রাতের আঁধারে শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে রাতের আঁধারে রবিউল নামের এক কৃষকের ১৫ শতক জমির ফলন্ত শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঐ কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।অপ্রত্যাশিত এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল কান্নায় ভেঙে পড়েছেন।
বিশ্বস্ত সূত্রে জানাগেছে, ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম চলতি মওসুমে ৫০ শতক জমিতে আগাম শিমের আবাদ করেছেন। গত কিছু দিন পূর্বে দফায় দফায় প্রবল বষর্ণ হওয়ার ফলে জমিতে পানি জমে তার শিম ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি ছেড়ে যাবার পর জমে থাকা পানি শুকিয়ে গেলে গত দুই সপ্তাহ ধরে জমি অধিক পরিচর্যা করায় এখন শিম গাছে ফলন শুরু হয়েছে।গত ২০ অক্টোবর’২৪ দিবাগত রাতে দুর্বৃত্তরা শত্রুতা করে তার মোট ৫০ শতক জমির শিম ক্ষেতের মধ্যে প্রায় ১৫ শতক জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে।এতে গাছগুলো মরে যাওয়ায় আনুমানিক ক্ষতি হয়েছে লক্ষাধীক টাকা।

একাধিক সূত্র জানিয়েছে যে, আগাম জাতের শিম চাষে কৃষকদের ব্যাপক খরচ হয়। এবার অতিরিক্ত বর্ষনের ফলে শিম চাষে খরচ হয়েছে প্রায় দ্বিগুণ। ১৫ শতক জমির শিম আবাদ করতে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা । ইতিমধ্যে জমি থেকে শিম উঠানো শুরু হয়েগেছে। কর্তনকৃত শিম উচ্চ ফলনশীল জাতের হওয়ায় এবার শিমের ফলন অনেক ভালো হয়েছিল যা বিক্রি করে কমপক্ষে লক্ষাধিক টাকা ঘরে আসতো।
কারা বা কোন দুর্বৃত্তরা শিমগাছ কেটেছে তা না দেখলেও একজনকে সন্দেহ করছে বলে ক্ষতিগ্রস্হ কৃষক জানিয়েছেন। কারণ, তার সঙ্গেই এক সপ্তাহ আগে শিম চুরির বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছিল। সন্দেহভাজন ঐ ব্যাক্তি এর আগেও শিমসহ বিভিন্ন ফসল চুরির সঙ্গে জড়িত ছিল। এবারও শিম চুরি নিয়ে ঐব্যাক্তির সাথে তর্কবিতর্ক হয়েছিল। এ ব্যাপারে গ্রামের মাতবরদের জানানো হয়েছে। তবে তারা এখনও পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করেননি। সুষ্ঠু বিচারের অপেক্ষায় রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার।
ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মিতা সরকারকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক রবিউলের মুখে দুঃখজনক বিষয়টি শুনেছি।আমরা ক্ষতিগ্রস্ত কৃষককে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো বলে আশ্বস্ত করেছি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ এবিষয়ে কিছু জানেন কিনা জিজ্ঞাসা করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!