ঈশ্বরদীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন ও দাবা খেলা উদ্ভোধন
স্টাফ রিপোর্টার।।
আজ রবিবার( ৬ সেপ্টেম্বর’২৪) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। নিজস্ব সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত
এ’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহাদাত হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যুর সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়ন বাজেট সঠিক ভাবে উপস্থাপন ও বাস্তবায়নের সহায়ক ভুমিকা পালন করবে।
পরে গ্রীষ্মকালীন দাবা খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। এতে উপজেলার ১৩টি স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।এ’অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।