ঈশ্বরদীতে গুলিবর্ষণ ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে বেশ কয়েকটি ভোটকেন্দ্রের
আশপাশে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মাঝে। আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাঁড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজ, পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
দুপুর সাড়ে ১২ টার দিকে গোকুলনগর এলাকায় তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এসময় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানান, দুপুরে ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গোকুলনগর এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ৮/১০ জনের একটি দল মুখ বেঁধে ৬ টি ককটেল বিস্ফোরন , কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। খবর পেয়ে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফের ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে তাদের ধাওয়া করে। এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি গিয়ে পরিস্থিতি শান্ত করে। এর আগে সকালে ভোট শুরু হওয়ার আগে মাঝদিয়া মাদ্রাসা ও শহরের স্কুলপাড়া মোড়ে ৪-৫ টি ককটেল বিস্ফোরন ও কয়েক রাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনাস্থল থেকে জানান, নাশকতা সৃষ্টির জন্য একটি গ্রুপ পৃথক তিনটি স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরন ও গুলি বর্ষনের ঘটনা ঘটিয়ে পালিয়েছে। এসব ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।